করোনাভাইরাস বা কোভিড-১৯ প্রাদুর্ভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে খুলনা ও কলকাতার মধ্যে আন্তর্জাতিক ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি রবিবার থেকে এক মাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। যশোর ও বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, ভারত সরকার ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে রবিবার কলকাতা থেকে খুলনাগামী ট্রেন ছেড়ে আসবে।
২০১৭ সালের ১৭ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেন চালু হয়। পরে গত বছরের ৭ মার্চ থেকে ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য যশোর স্টেশনে থামা শুরু করে। শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা। সাথে ৫০০ টাকা ভ্রমণ কর। সপ্তাহে বৃহস্পতি ও রবিবার দুদিন করে এ ট্রেন সার্ভিস কলকাতা থেকে ছেড়ে আসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়। খুলনা স্টেশনে পৌঁছে দেড়টায়। খুলনা থেকে আবার দুপুর ২টায় ছেড়ে যায় এবং কলকাতা স্টেশনে পৌঁছায় রাত ১০টায়। প্রথমবারের জন্য এই ট্রেন সেবা স্থগিত করা হলো। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান