বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চট্টগ্রামে অনুষ্ঠিত মাসব্যাপী ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় মঙ্গলবার থেকে মেলা স্থগিত থাকবে।
প্রসঙ্গত, গত ৫ মার্চ চট্টগ্রামে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ হিসেবে অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এমএ লতিফ, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম ও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার