চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। এছাড়া ছয় হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। বুধবার চীনে থাকা অন্যান্য দেশের লোকজনকে নিজ দেশে ফেরত নেয়া শুরু করেছে।
চীনের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৬ জন মারা গেছে, যার মধ্যে ২৫ জনই হলো এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের রাজধানী উহানে বসবাসকারী। আগের দিনের তুলনায় এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭৪ জনে। এদিকে চীনের মূল ভূখণ্ডের বাইরেও নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের কয়েক ডজন লোক আক্রান্ত হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান