করোনাভাইরাসের থাবায় থমকে গেছে বিশ্ব, থেমে গেছে সব ধরনের খেলা। ইউরোপের শীর্ষ পাঁচ লীগও তাই বন্ধ। মাঠে খেলা না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। সেই আর্থিক ক্ষতির কিছু অংশ পুষিয়ে নিতে ক্লাবগুলোর পাশে দাঁড়াচ্ছে খেলোয়ারেরা। যে ক্লাবে খেলে কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা-দিবালোরা এবার সেই ক্লাবকে উল্টো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারা।
বৈশ্বিক মহামারির এই সংকটকালে নিজেদের ক্লাব জুভেন্টাস থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন রোনালদো ও তাদের কোচ মাওরিজিও সারিসহ অন্য সতীর্থরা। ক্লাবটি জানিয়েছে, এই অর্থের পরিমাণ ছিল চার মাসের মজুরি এবং খেলোয়াড়দের বেতনের এক তৃতীয়াংশ। ইতালিয়ন ক্লাব জুভেন্টাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো তার বেতনের ১১ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছেন। প্রসঙ্গত, জুভেন্টাসের তিন ফুটবলার দানিয়েলি রুগানি, ব্লেইস মাতুইদি ও পাওলো দিবালার শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। সূত্র- ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার