চীনের নতুন করোনাভাইরাস প্রার্দুভাব ঠেকাতে ব্যর্থ হওয়ায় চীনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে‘অব্যাহতি’দিয়েছে দেশটি। অব্যাহতি দেয়া কর্মকর্তাদের মধ্যে হুবেই স্বাস্থ্য কমিশনের দলীয় সচিব এবং স্বাস্থ্য কমিশনের প্রধান রয়েছেন। রেড ক্রসের স্থানীয় উপপরিচালককে বিভিন্ন অনুদানের ব্যবস্থাপনায়‘দায়িত্বে অবহেলার’জন্য সরিয়ে দেয়া হয়েছে। চীনের হুবেই প্রদেশের দুই কর্মকর্তাকে সরিয়ে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপরিচালক ওয়াং হুসেইকে দায়িত্ব দেয়া হয়েছে বলে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
চীনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হুবেই প্রদেশে এক দিনে সর্বোচ্চ ১০৩ জন মারা গেছে। দেশটির স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জনে। এদিকে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। আগের দিন ৩ হাজার ৬২ জন নতুন করে আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা কমে হয়েছে ২ হাজার ৪৭৮। যার মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৬৩৮ জনে। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে অনেকে আবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান