করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আগামী এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর সোমবার স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী মাসে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলতে তৃতীয় এবং শেষ পর্বের জন্য পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের।
এর আগে, দুই ধাপে পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এ ঘোষণার আগে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে চলতি মৌসুমের পাকিস্তান সুপার লীগও (পিসিএল) বাতিল করেছে পাকিস্তান। আগামী ২৯ মার্চ করাচির উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান