বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জানানো হয়েছে বলে আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জানিয়েছে চীনা দূতাবাস।
চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসা-সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে ।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। বাংলাদেশে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
এদিকে বাংলাদেশে আজ বুধবার প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪ জন।
https://www.facebook.com/chinaembd/photos/pcb.152658096204629/152658069537965/?type=3&__tn__=HH-R&eid=ARBZGEZct7hg44Yh4cmDLrWGkM2uHQM-GjBeAPTDoUS6gz19G8wqA_Nvj-NzGJoEg7hq5gIH0CL4miye&__xts__%5B0%5D=68.ARDb7lc4T3UCFH2BSPJZitrWlAvyr8QHeZPADdYyEW7H9NfK5YxXUqeI2NRuZ_THPwljm00TMI9hJG6OxfVaeIfT4vhHfbB9E53xyY5ahh0ON-albaLkEoabr6rNrYKI8PcqySGlDmGdawFhuwkVwMdajndHxW1uiFCGKlx0_-GVal-YU890RjXXpFtuDAw1T3W694Ean5MgbTE6RbmBYW0QkYDGSQBpKjs3UeIcKPOm87rIKWiBoy0iujMnEGNFuvT-xvfodLxA348P4lvZdgxTecWDaJX_6_kT1Pv4q2z_DqFe_0iMRh533xNqrT5w11p12IJNFWFpqwgUMkn0aCs
আজকের বাজার/এ.এ