করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানকারী ৩২৭ জন জাপানি নাগরিক বৃহস্পতিবার সকালে একটি বিশেষ বিমান যোগে ঢাকা ছেড়েছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বাংলাদেশে অবস্থানরত ৩২৭ জাপানি নাগরিক আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। যাদের মধ্যে এক শিশু রয়েছে।’
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) সোহেল কামরুজ্জামান জানান, সকাল ১০টা ১৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি জাপানের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে গেছে। এর আগে সোমবার সন্ধ্যায় ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করে। সূত্র- ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার