করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সারাদেশে গণপরিবহন বন্ধের পর মঙ্গলবার দেশের সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন ‘আজ রাত ১২টা থেকে অভ্যন্তরীণ রুটে সকল বিমানের ফ্লাইট বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বজায় থাকবে।’ এর আগে গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সাথে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্র্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান তখন জানান, আগামী ৩১ মার্চ পর্যন্ত মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ভারত ও বাহরাইনের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ থাকবে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার