জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার, সমালোচনার নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করার পর বুধবার গুতেরেস এ কথা বলেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আগে মহামারি মোকাবেলার কাজ শেষ করি। এরপর পেছনের দিকে তাকানোর সময় পাওয়া যাবে। কিন্তু এখন সে সময় নয়। তিনি জোর দিয়ে বলেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। ভাইরাস মোকাবেলায় এখন সময় এক যোগে কাজ করার।
করোনা মোকাবেলায় ট্রাম্পের নিজের উদ্যোগ যেখানে সমালোচিত সেখানে মঙ্গলবার তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা দেরিতে সাড়া দিয়েছে। তারা আরো আগেই সাড়া দিতে পারতো। গুতেরেস বলেন, করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামনের কাতারেই আছে। সংস্থাটি সদস্য দেশগুলোকে সহ্য়াতা দিচ্ছে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ তাদের নির্দেশনা, প্রশিক্ষণ, সরঞ্জাম ও জীবনরক্ষাকারী গঠনমূলক সেবা দিয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়সিস বুধবার মহামারি নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান