প্রয়োজনীয় পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) না থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ইন্টার্নরা আজ রবিবার (২২ মার্চ) দুপুর থেকে কাজ বন্ধ করে দিয়েছে।
হাসপাতালের ইন্টার্ন পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার জানান, দুপুর আড়াইটার দিকে মোট ১৭৫ জন ইন্টার্ন তাদের কাজ বন্ধ করে দেন।
তিনি বলেন, রোগীদের চিকিৎসা দেয়ার পরে দুজনের ঠান্ডাজনিত লক্ষণ দেখা দেয়ায় তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
শাহরিয়ার আরও বলেন, রবিবার পর্যন্ত তাদের জন্য পিপিইয়ের কোনো ব্যবস্থা নেই।
অপরদিকে, বাজারে সঙ্কটের কারণে ব্যক্তিগতভাবে এসব যন্ত্রপাতি কেনা সম্ভব নয় বলে তিনি জানান।
সরঞ্জামের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে তারা। সূত্র - বাসস
আজকের বাজার / এ.এ