বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে কাতার। দেশটির সরকারি যোগাযোগ কার্যালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতি অনুযায়ী, বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হলো- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কাতার সরকারের প্রচেষ্টার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, সাময়িক ভ্রমণকারীদের পাশাপাশি অন অ্যারাইভাল ভিসা নিয়ে আগমণকারী বা দেশটিতে যাদের কাজের অনুমতি রয়েছে তাদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। দেশের সকল নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে কাতার সরকার। করোনাভাইরাস সংক্রমণ থেকে কাতারের নাগরিকদের সুরক্ষায় জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞার মতো আরও পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান