দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯)’র সংক্রমণ ও বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল ২৬ মার্চ সরকারি ছুটি এবং ২৭ থেকে ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির সাথে ২৯ মার্চ হতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়েছে। এতে জানানো হয়, আগামী ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন এ ছুটির সাথে সংযুক্ত থাকবে।
কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান, হাসপাতাল এবং জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে অফিসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ঔষধশিল্প ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখতে পারবে বলেও এতে জানানো হয়।জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। তথ্য-বাসস
আজকের বাজার/ আখনূর রহমান