পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রবিবার বলেছেন, করোনভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার পর্যাপ্ত পরিমাণে রসদ সরবরাহের জন্য কাজ করছে।
‘আমাদের এটি দরকার ... আমাদের পর্যাপ্ত মজুদ থাকা দরকার’ যোগ করে তিনি আরও বলেন, সরকার বেসরকারি কোম্পানিগুলোকেও টেস্টিং কিট এবং অন্যান্য চিকিৎসার রসদ আমদানির অনুমতি দিচ্ছে।
নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. মোমেন বলেন, নতুন এই চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে সরকার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। ‘এটি একটি চ্যালেঞ্জ, আমরা একসাথে কাজ করলে চ্যালেঞ্জটি কাটিয়ে উঠতে পারব।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জগুলো সফলভাবে কাটিয়ে উঠেছে। ‘বিশ্বে আমরা দুর্যোগ মোকাবিলায় মডেল হিসেবে পরিচিত। আমরা সফলভাবে এটি পরিচালনা করেছি।’
সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে ড. মোমেন বলেন, পরিস্থিতি সামাল দিতে তারা যে কোনো ভালো সুপারিশ গ্রহণ করতে প্রস্তুত। ‘আমরা ভালো সুপারিশের জন্য প্রস্তুত রয়েছি, আমরা আমাদের জনগণকেও সচেতন করছি (সচেতনতা তৈরি করতে)।’ সূত্র - ইউএনবি।
আজকের বাজার / এ.এ