হাঙ্গেরির পার্লামেন্ট সোমবার করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে ব্যাপক ক্ষমতা দিতে একটি বিল অনুমোদন করবে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশে বিদেশে ‘এন্টি করোনাভাইরাস ডিফেন্স ল’ নামের এই বিলটি নিয়ে সমালোচনা চলছে। তারা বলছেন, এর মাধ্যমে জাতীয়তাবাদী এ প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় ও সীমাহীন ক্ষমতা ভোগ করবেন, যা ভাইরাস মোকাবেলার চেয়ে তার ক্ষমতাকেই আরো পাকাপোক্ত করবে।
সরকার চলতি মাসের প্রথমদিকে বিলটি উত্থাপন করে। বিলটি পাস হলে সরকার অনির্দিষ্ট কালের জন্যে জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে পারবে। এতে বর্তমানে এমপিদের যে অনুমোদন প্রয়োজন হয় তা আর লাগবে না। এছাড়া ভুয়া খবর ছড়ানোর দায়ে যে কাউকে সর্বোচ্চ পাঁচ বছর সাজার বিধান রাখা হয়েছে বিলটিতে। এর ফলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিঘিœত হবে বলে আশংকা করা হচ্ছে। বিরোধী দলীয় এমপিরা পার্লামেন্টে বিলটি তড়িগড়ি করে পাশের বিরুদ্ধে অবস্থান নিলেও তাতে খুব একটা কাজ হবেনা বলেই ধরে নেয়া হচ্ছে। কারণ অরবানের ফিদেজ পার্টির পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তথ্য- বাসস
আজকের বাজার/ শারমিন আক্তার