করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চালু করা হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। হটলাইনগুলো হচ্ছে-০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও প্রবেশ করেছে। বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে রবিবার জানিয়েছে আইইডিসিআর। আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জানিয়েছে তিনি বলেন, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান