প্রতিনিয়ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকা এবং এ বিষয়ে সরকারি পদক্ষেপ অপর্যাপ্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাপী চলমান এ সংকটকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। তবে করোনাভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানোম গ্রেবিয়াসিস বলেন, ‘এ ভাইরাসকে মহামারি ঘোষণার মধ্য দিয়ে দেশগুলোকে আমরা জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি।’তিনি বলেন, ‘দেশগুলো যদি ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত, পরীক্ষা, যথাযথ চিকিৎসা এবং মানুষকে সংঘবদ্ধ করতে পারে তাহলে এখনও এ মহামারির গতিপথ পরিবর্তন করা সম্ভব। আমরা ভাইরাসটির ছড়িয়ে পড়া এবং এ বিষয়ে কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ না নেয়ার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
চীন থেকে শুরু হওয়ার পর ইতালি এবং ইরান এখন এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক পরিচালক ড. মাইক রায়ান জানান, অনেকে এরইমধ্যে দুর্ভোগ পোহাচ্ছে, তবে এটি নিশ্চিত যে শিগগিরই অন্যান্য দেশও একই পরিস্থিতিতে পড়বে। বিশ্বব্যাপী এপর্যন্ত ১ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৪ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান