বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতি করোনাভাইরাস। এ ভাইরাস বাংলাদেশেও প্রবেশ করেছে। রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে পরামর্শ দিয়েছে আইসিডিডিআর,বি। এগুলো হলো-দুই হাতের উভয়পাশ কবজি পর্যন্ত ও নখগুলো ঘন ঘন পরিষ্কার করতে হবে। সাবান ও পানি দিয়ে ৪০ থেকে ৬০ সেকেন্ড অথবা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ড পরিষ্কার করতে হবে।
হাঁচি বা কাশি দেয়ার সময় হাতের কনুই এর ভাঁজে বা টিস্যু দিয়ে মুখ ও নাক ঢাকুন। ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ বিনে ফেলুন এবং স্যানিটাইজার বা সাবান ও পানি দিয়ে ভালো করে হাত পরিষ্কার করুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হাঁচি, কাশি বা জ্বরে আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান