করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার ওয়াটার ব্রাউজার, হ্যান্ড স্প্রে ও হুইল ব্যারো মেশিনের সাহায্যে ৫০ হাজার লিটার তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মঙ্গলবার (২৪ মার্চ) দিনভর চারটি ওয়াটার বাউজারের মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হয়।
এলাকাগুলো হচ্ছে—কারওয়ান বাজার, মিরপুর টোলারবাগ, কুয়েত-মৈত্রী হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল সংলগ্ন স্থানের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।
আজকের বাজার/শারমিন আক্তার