করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীনফেরত এক যুবককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে ভর্তির পরপরই তাকে হাসপাতালের একটি ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলার তাজবিদ হোসেন গত ২৯ জানুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন। ঢাকা বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি নিজবাড়িতে আসেন। হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে শনিবারে দুপুরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রমেক হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকায় বিষয়টি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইডিসিআর) জানানো হয়েছে। ঢাকা থেকে আইডিসিআরের টিম এসে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে, তার দেহে করোনাভাইরাস আছে কি না।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে তাজবিদ হোসেনের জ্বর নেই। তবে শ্বাসকষ্ট আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। খুব দ্রুত পরীক্ষা করে দেখা হবে, তার দেহে করোনাভাইরাস আছে কি না। ওই ভাইরাস থাকলে বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানো হবে।
আজকের বাজার/এমএইচ