করোনাভাইরাস সন্দেহে চীন ফেরত লালমনিরহাটের আল আমিন(২২)নামের শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ(রমেক)হাসপাতাল থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে বমি ও শরীর ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ওই শিক্ষার্থীকে।
আল আমিন কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চেংমারী এলাকার রেজাউল করিম রেজার ছেলে। তিনি চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। রবিবার ইউএস বাংলার একটি বিমানে তিনি দেশে ফেরেন। ওইদিন রাতে বমি ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার সাংবাদিকদের বলেন,‘চীন ফেরত শিক্ষার্থী আল আমিনের কফ, লালা ও রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর)থেকে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’
তিনি আরও বলেন,‘এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। আমাদের আইসোলেটেড কেয়ার সেন্টার খোলা হয়েছে। আমরাও চিকিৎসা প্রদানে মানসিকভাবে প্রস্তুত আছি।’ লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাসেম আলী বলেন,‘চীন ফেরত শিক্ষার্থী আল আমিনের প্রতি আমরা বিশেষ খোঁজখবর রাখছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যেক হাসপাতালে আইসোলেটেড কেয়ার সেন্টার খোলা হয়েছে। সবচেয়ে বড় শক্তি হলো মানুষের সাহস, মনোবল ও মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা।’সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান