ফেসবুক বলছে তার স্পাম বিরোধী সিস্টেমে এমন প্রোগ্রাম পাওয়া গেছে, যার মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কিত সংবাদগুলো ছড়ানো বন্ধ হয়ে যাচ্ছে। তবে ফেসবুক কর্তৃপক্ষ সমস্যাটি সমাধানে কাজ করছে বলে মঙ্গলবার এক টুইটে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ইন্টেগরিটি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট গাই রোসেন। ফেসবুক ব্যবহারকারীদের অভিযোগ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্কুল-কলেজগুলো বন্ধ হয়ে যাওয়ার নিউজলিংক বা করোনা সংক্রান্ত অন্যান্য লিংকগুলো ফেসবুকের স্বয়ংক্রিয় সিস্টেমে ব্লক হয়ে যাচ্ছে।
রোসেন বলেন, সমস্যাগুলোর বিষয়বস্তু সংস্থার কর্মীদের দ্বারা কোনো পরিবর্তনের সাথে সম্পর্কিত নয়। কারণ এ সপ্তাহে ফেসবুক তার কর্মীদের বাড়িতে পাঠিয়েছে। ফেসবুকের একজন প্রতিনিধি সরাসরি ফেসবুকের স্ট্যাটাসের ব্যাপারে প্রশ্নের জবাব না দিলেও এটা বলছেন যে, কর্মীদের অনেকেই বাড়ি থেকে শুধু ফেসবুকের জন্য কাজ করে না বা এটা সবসময় করা সম্ভবও না। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান