করোনাভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সরকার একটি নতুন সেল চালু করেছে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রোববার (২২ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে গুজব নিয়ে আমাদের একটি সেল আছে। এখন সচেতনতা সৃষ্টি করতে আরেকটি সেল খোলা হলো।’
সম্ভাব্য লকডাউন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিটিভি একটি ভিডিও প্রচার করছে। সকল টিভি চ্যানেল এটি রবিবার থেকে প্রচার করবে।
তিনি বলেন,গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়টিও তারা বিবেচনা করছেন এবং স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে এ বিষয়ে আলোচনা করা হবে।
এদিকে দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রবিবার আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের দুজন দেশের বাইরে থেকে এসেছেন এবং অপরজন বিদেশ ফেরত একজনের থেকে সংক্রমিত হয়েছেন। আজ নতুন তিনজনসহ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৭ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সূত্র – ইউএনবি।
আজকের বাজার / এ.এ