করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মেহেদী হাসান (২৫) নামে সিঙ্গাপুর ফেরত এক যুবককে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে হাসপাতালে ভর্তি হওয়া মেহেদী হাসান নওগাঁর নিযামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পাতলাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুনীর আলী আকন্দ জানান, মেহেদী সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। গত ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার পর দুদিন ধরে জ্বর দেখা দেয়। স্থানীয় এক চিকিৎসককে দেখানোর পরও জ্বর না কমায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়ায় ওই যুবককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান ডা. মুনীর আলী। প্রসঙ্গত, বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনে উৎপত্তি হওয়া এ ভাইরাস ৬০টিরও বেশি ছড়িয়ে পড়েছে। গত সোমবার পর্যন্ত পাওয়া তথ্যে বিশ্বের প্রায় ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান