করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের প্রবেশের ওপর বৃহস্পতিবার সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। সৌদিতে আসা পর্যটকদের মদিনায় পবিত্র মসজিদে নববীতে প্রবেশের অনুমতিও আপাতত দেয়া হবে না। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ দেশসমূহের পর্যটকদের সৌদিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে বসবাসরত সৌদি নাগরিকরা এতদিন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই নিজেদের দেশে যাওয়া আসা করার সুযোগ পেতেন। তাদের সেই সুযোগও আপাতত স্থগিত থাকবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সাময়িক। তারা করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশসমূহে তাদের নাগরিকদের ভ্রমণ না করার আহ্বানও জানিয়েছে। চীনের উহার শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে গত ডিসেম্বর থেকে সারা বিশ্বে অন্তত ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ভাইরাস ছড়িয়ে পড়েছে এশিয়া মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্ব জুড়ে। আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়ে গেছে। মৃত এবং আক্রান্তদের বেশিরভাগ চীনের এবং দেশটির হুবেই প্রদেশের বাসিন্দা। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান