চীনে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০০ জন মারা গেছে। সেই সাথে মোট মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নববর্ষের দীর্ঘায়িত ছুটি শেষে অফিস আদালত বা দোকানপাট খোলা হলেও বেশিরভাগ মানুষ এখনও বাসা-বাড়িতেই সময় কাটাচ্ছে। আবার কর্মস্থল খোলার পর ভাইরাসের সংক্রমণ কেমন হয় তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীনের জনস্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।
দেশটির স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জনে। এদিকে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। আগের দিন ৩ হাজার ৬২ জন নতুন করে আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা কমে হয়েছে ২ হাজার ৪৭৮। যার মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৬৩৮ জনে। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে অনেকে আবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান