করোনাভাইরাস: ৩৩ দিন পর সর্বনিম্ন মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা প্রতিদিনই কমছে। দেশটির স্থানীয় সময় রবিবার একদিনে মৃত্যুবরণ করেছেন ১১৫৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৪৮ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- গত ৩৩ দিনে সর্বনিম্ন মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। এর আগে গত ৩১ মার্চ একদিনে ১০৮৫ জন মৃত্যুবরণ করে। এরপর থেকে ক্রমেই ভয়াবহ হতে থাকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি।

এদিকে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট ৬৮ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ১২২। সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৩ জন।