করোনা রোগীদের জন্য তৈরি ওষুধ ‘রেমডিসিভির’ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি কেবল সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হবে।
ওষুধটি হস্তান্তরের সময় জানানো হয় করোনায় আক্রান্ত জটিল ও মুমূর্ষু রোগীদের আরোগ্যের ক্ষেত্রেই বেক্সিমকোর তৈরি রেমডিসিভির ওষুধ অধিক কার্যকর হবে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোভিড-১৯ মেডিসিন গ্রহণ অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ‘রেমডেসিভির’ প্রদান করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে ‘রেমডেসিভির’ গ্রহণ করেন। এ সময় তিনি বেক্সিমকো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বেক্সিমকোকে। তারা দেশের প্রয়োজনে সবার আগে এগিয়ে এসেছেন।