করোনার টিকা উদ্ভাবনের গবেষণায়ও সহায়তা দেয়ার প্রতিশ্রুতি বিশ্বনেতাদের।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা।
সোমবার আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, টিকা উদ্ভাবন, গবেষণা ও অনান্য সরঞ্জাম তৈরির জন্য এ অর্থ ব্যয় করা হবে। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেন, করোনার টিকা তৈরি ছাড়া স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই সম্মেলনে অংশ নেয়নি।
এদিকে, করোনা মোকাবিলায় একশো কোটি ডলার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় কমিশন ও নরওয়ে। ফ্রান্স, সৌদি আরব ও জার্মানি ৫০ কোটি ডলার করে দিতে চেয়েছে।
সম্মেলনে করোনার টিকা উদ্ভাবনের গবেষণায় ৩৮ কোটি ৮০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্মেলনের সহ-আয়োজকের ভূমিকা পালন করে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নরওয়ে ও সৌদি আরব।