করোনা প্রতিরোধী রুশ টিকা স্ফুটনিক ভি দেশেই তৈরি করার জন্য চুক্তিতে পৌঁছেছে পেরুর সরকার।
দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাসতিলো সোমবার এ খবর জানান।
এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, আমি ঘোষণা করছি পেরু ও রাশিয়ার মধ্যে আলোচনা শেষে দেশেই স্ফুটনিক ভি তৈরির জন্য কারখানা তৈরির বিষয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।
তিনি আরো জানান, দেশটির স্বাস্থ্য মন্ত্রী শিগগীরই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।