চীনের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, তারা করোনার ডেল্টা ধরণের কারণে বেড়ে যাওয়া তীব্র সংক্রমণ নিয়ন্ত্রণে নিচ্ছেন।
গত সাত মাসের মধ্যে চলতি সপ্তাহের প্রথম দিকে চীনে সংক্রমণ তীব্র রূপ নেয়ার প্রেক্ষাপটে কর্মকর্তারা বলছেন, সম্প্রতি অনেক হটস্পটেই নতুন করে আর সংক্রমণ ঘটেনি।
চীনের ১৮ টি প্রদেশের ৪৮টি নগরীতে ডেল্টা ধরণ ছড়িয়ে পড়ায় এক হাজার ২৮২ জনেরও বেশি লোক সংক্রমিত হয়।
চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কর্মকর্তা হি কিংহুয়া সাংবাদিকদের বলছেন, ৪৮টি শহরের মধ্যে ৩৬ টিতেই পর পর গত পাঁচদিন কোন নতুন সংক্রমণ ঘটেনি।
এর ফলে দেশব্যাপী মহামারি ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ন্ত্রণ করা গেছে বলে তিনি উল্লেখ করেন।
চীনের উহানে প্রথমে ছড়িয়ে পড়া করোনার চেয়ে এবারকার পরিস্থিতিকে অনেক ভয়াবহ বলে বর্ণনা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
এদিকে দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি লোককে এ পর্যন্ত টিকার পুরো ডোজ দেয়া হয়েছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র শুক্রবার এক ঘোষণায় এ কথা জানান।
চীনে শুক্রবার নতুন করে ৯৯ জনের সংক্রমণের খবর জানানো হয়েছে। এদের মধ্যে ৪৭ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। সংক্রমণের এ সংখ্যা গত সাত মাসের সর্ব্বোচ্চ অবস্থান থেকে কমে এসেছে।