সামনে এল নভেল করোনা ভাইরাসের নতুন উপসর্গ। সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল এন্ড প্রিভেনশন কোভিড-১৯-এর নতুন উপসর্গ সামনে এনেছে।
বিশ্বের বুকে সকল রোগের খবর ট্র্যাক রাখছে সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল এন্ড প্রিভেনশন। যারা সরাসরি ল্যাবরেটরি থেকে কাজ করছেন তাঁদের দ্বারা এই উপসর্গ সামনে এসেছে।
জানানো হয়েছে, এখনও অবধি COVID-19 আক্রান্ত মানুষদের সঙ্গে অনেক উপসর্গ প্রকাশ্যে এসেছে। এদের মধ্যে কয়েকটি যেমন মৃদু উপসর্গ তেমন কোনওটি চরম অসুস্থতা। ভাইরাসের সংস্পর্শে আসার ২-১৪ দিনের মধ্যে এই উপসর্গ আসতে পারে বলে জানা গিয়েছে।
নতুন উপসর্গের মধ্যে যেগুলি রয়েছে, তা হল চরম ঠাণ্ডা লাগা, শুধু ঠাণ্ডা নয় সঙ্গে বারংবার কাঁপুনি, পেশিতে ব্যাথা, মাথার ম্যাথা, খাবারের স্বাদ হারিয়ে ফেলা এবং গন্ধহীনতা। এই উপসর্গগুলির কোনও উল্লেখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবপেজে নেই।
হু-এর পেজে যেসকল উপসর্গের উল্লেখ রয়েছে, তা হল জ্বর, শুকনো কাশি, ব্যাথা-যন্ত্রণা, নাক বন্ধ হওয়া, শুকনো গলা এবং ডাইরিয়া।