করোনা মহামারির মধ্যেই যশোরে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে
তারা হলেন-অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্সের স্বামী। বয়স ৫০। আক্রান্ত অপর ব্যক্তি চলিশিয়া গ্রামের বাসিন্দা। বয়স ৬৫।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহমুদুর রহমান রিজভী জানান, একই সাথে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে চলিশিয়া গ্রামের বাসিন্দার ডেঙ্গু শনাক্ত হয়, তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আক্রান্তদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্সসহ সকল পর্যায়ের স্বাস্থ্যসেবীরা নিরলসভাবে কাজ করছেন।