করোনার ৩০ ভ্যাকসিন উন্নয়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে: ভারত

ভারতে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রায় ৩০টি ভ্যাকসিন উন্নয়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, ৩০টি ভ্যাকসিনের মধ্যে তিনটি অগ্রবর্তী পর্যায়ে রয়েছে, খবর সিনহুয়া।

স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ভারতীয় সংসদে বলেন, ‘জাতীয়ভাবে ৩০টি কোভিড-১৯ ভ্যাকসিনের উন্নয়ন চলছে। এ ভ্যাকসিনগুলো প্রি-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল উন্নয়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে, যার মধ্যে তিনটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে এবং চারটি প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে।’

মন্ত্রী জানান, করোনার একটি ভ্যাকসিন আগামী বছরের শুরুতেই পাওয়া যেতে পারে। উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ দল ভ্যাকসিন বিতরণ এবং এ সম্পর্কিত বিষয়গুলো খতিয়ে দেখছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ভারত চলমান কোভিড-১৯ মহামারির কবলে পড়েছে এবং প্রতিদিনই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার এ দেশে শুক্রবার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৪ হাজারের বেশি মানুষের। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান