ইরানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে বলে জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় সদরদপ্তরে এক বৈঠকে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করার জন্য চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
হাসান রুহানি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাসে বিপদ থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, সারাদেশ থেকে আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা থেকে বোঝা যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান।
কোভিড-১৯ রোগ সম্পর্কে সারাদেশের পরিস্থিতি জানানোর জন্য ইরানের সবগুলো প্রদেশের গভর্নররা এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে যুক্ত হন।
প্রসঙ্গত, ইরানে এ পর্যন্ত ১৪ হাজার ৯৯১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চার হাজার ৯৯৬ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ইরানে এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫৩ জনের।
আজকের বাজার / এ.এ