দেশের খ্যাতিমান পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কোয়ারেন্টাইনে রয়েছেন।
শনিবার ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হ্যাঁ আমি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে।’
‘আমি এক বন্ধুর সাহায্যে এ স্ট্যাটাস দিচ্ছি, যাতে বর্তমানে আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা সবার সাথে ভাগাভাগি করতে পারি,’ যোগ করেন ওয়াসফিয়া।
ফেসবুকে দেয়া পোস্টে তিনি আরও বলেন, ‘আমি বর্তমানে কোয়ারেন্টাইনে আছি এবং নিজের শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ করছি। আমাকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এখন প্রতিটি দিনই কঠিন।’ সূত্র – ইউএনবি
আজকের বাজার / এ.এ