করোনায় আক্রান্ত সাড়ে ৫৫ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৫৫ লাখ মানুষ। মৃতের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ২৩ লাখের বেশি।

লাতিন আমেরিকায় দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। এই মহাদেশের সবচেয়ে বেশি সংক্রমিত দেশ এখন ব্রাজিল। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে দেশটিতে একদিনে প্রাণ হারিয়েছেন ৭০৩ জন। এ নিয়ে মোট মৃত্যু ২২ হাজার ছাড়াল। সেখানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ, মোট আক্রান্ত ৩ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে।

রাশিয়ায় করোনায় মোট আক্রান্ত তিন লাখ ৪৪ হাজারের বেশি। দেশটিতে প্রাণ গেছে সাড়ে তিন হাজার মানুষের। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ৬১৭ জন, যা গত ১৭ই মে এর পর সর্বনিম্ন। দেশটিতে মোট আক্রান্ত সাড়ে ১৬ লাখের বেশি, প্রাণহানি প্রায় এক লাখ।

আক্রান্তের দিক থেকে ইরানকে ছাড়িয়ে গেছে ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৮ হাজারের বেশি। প্রাণহানি ছাড়িয়েছে ৪ হাজার। করোনায় আক্রান্ত শীর্ষ দশ দেশের তালিকায় উঠে এসেছে দেশটি।

তবে ইউরোপের দেশ যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও ফ্রান্সে মৃত্যু ও আক্রান্ত আগের তুলনায় কমেছে।