চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিএমপি’র অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, সিএমপি কমিশনার করোনা পজেটিভ।
প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যাপক ভূমিকা রেখে আসছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। তার নির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, সুরক্ষা সামগ্রী বিতরণ করা, চিকিৎসা না পেয়ে থানায় হাজির হওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে চাহিদা অনুযায়ি পণ্য পৌঁছে দেওয়া, কোয়ারিন্টিন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করা, লকডাউন এলাকায় মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করাসহ সব কাজেই তৎপরতা বজায় রেখেছে সিএমপির ৭ হাজার পুলিশ সদস্য। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান