করোনায় আরও ৫৩ জনের মৃত্যু

করোনায় আরও ৫৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৬২। ১৭২১৪ নমুনা পরীক্ষায় ৩৮৬২ জনের করোনা শনাক্ত। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৪৪। করোনায় সারা দেশে এ পর্যন্ত ৯৪৪৮১ জন শনাক্ত।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৬১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭,২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।