করোনায় ইতালিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সোমবার সন্ধ্যায় (স্থানীয় সময়) দেশটির বেসামরিক স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগ বলছে, আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। আর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯১ জনে।

তবে তথ্য ঘোষণাকালে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিন রবিবার সংখ্যাটি ছিল ৭৫৬ জন। গত ২১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো সংক্রমিত হওয়ার পর মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বেড়েছে এদিন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯০ জন এবং মোট ১৪ হাজার ৬২০ জন সুস্থ হয়েছেন ইউরোপের দেশটিতে। সুত্র-ইউএনবি

আজকের বাজার/ শারমিন আক্তার