করোনায় উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর রহমান বুধবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, রাজধানীতে সরকারি কর্মচারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইবুর রহমান। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭ সেপ্টেম্বর থেকে হাসপাতালটিতে ভর্তি ছিলেন তিনি।

মৃত সাইবুর রহমানের বাড়ি দিনাপুর জেলার বিরল উপজেলায়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।