করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে জেলা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত নুরুল আলম জিকু (৫২) উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেদা কচ্ছপিয়া স্কুলপাড়ার মৃত নজু মিয়ার ছেলে এবং ডুলাহাজারা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহীন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিকুর ছোট ভাই ডা. নুরুল হুদা জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করানো হয়। গত ৩০ সেপ্টেম্বর তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।