করোনা সংক্রমণে ৮৩ তম দিনে দেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৫শ’ ৮২ জন।
২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২ হাজার ৫শ’ ২৩ জন। এতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮শ’ ৪৪ জন। আরও ৫শ’ ৯০ জনসহ মোট সুস্থ হয়েছেন নয় হাজার ১৫ জন।
শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
প্রসঙ্গত, ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে হুট করেই বাড়তে থাকে রোগীর সংখ্যা।