শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে অফিসার্স ক্লাব, ঢাকার এক শোক বার্তায় জানানো হয়েছে। খবর ইউএনবির
খুরশীদ আলম ছিলেন বিসিএস ৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য। খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন। পরে ল্যাব এইড হাসপাতালে ভর্তির পর শুক্রবার রাতে তিনি মারা যান।
শোক বার্তায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে খুরশীদ আলমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এই নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রশাসনের ১২ জন কর্মকর্তার মৃত্যু হলো। সর্বশেষ গত ২৯শে জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।