করোনাভাইরাসে এই প্রথম কোনো ফরাসি নাগরিকের মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর। বুধবার দেশটির স্বাস্থ্য অধিদফতর বিষয়টি নিশ্চিত করেছে।
অধিদফতরের পরিচালক জেরোমি সলোমন জানান, রাজধানী প্যারিসের পিটি সালপেত্রিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে ফ্রান্সে করোনা ভাইরাসে এক রোগী মারা গেলেও তিনি ছিলেন চীনা নাগরিক।
এদিকে একইদিনে দেশটিতে আরও দুইজন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। যাদের একজনের বয়স ৫৫ বছর, আরেকজনের বয়স ৩৬ বছর।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ ভিত্তিক বায়োটেক কোম্পানি মডার্না থেরাপেটিকস করোনা ভাইরাসের সংক্রমণে হওয়া কোভিড-১৯ রোগের প্রতিষেধক বাজারে আনতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চীনা গবেষকরা নতুন করোনা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স প্রকাশ করেন। তার ৪২ দিন পর কোভিড-১৯ এর ভ্যাক্সিন তৈরি করা হয়।
ভাইরাসটি তৈরি করে মানুষের ওপর পরীক্ষা করার জন্য এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) এ। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) বিজ্ঞানীরা এটি পরীক্ষা করছেন।
জাপানে কোয়ারেন্টাইনে রাখা যাত্রীবাহী জাহাজ ডায়মন্ড প্রিন্সেসের কোভিড-১৯ আক্রান্ত এক যাত্রী স্বেচ্ছায় নিজের ওপর এ ভ্যাক্সিন পরীক্ষা করাতে আগ্রহী হন। এ রোগে আক্রান্ত আরও অনেকেই এ পরীক্ষায় অংশ নেন।
আজকের বাজার/এমএইচ