করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের পর করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।
তিনি জানান, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট চারজনের মৃত্যু হলো। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে।
আইইডিসিআর পরিচালক জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে একজন সৌদি থেকে এসেছেন। আর চারজন করোনা রোগীর সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছেন।
আজকের বাজার / এ.এ