প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৭৭। মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৪ হাজার ৪২৬। ক্রমেই মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। বাড়ছে অসহায় মানুষের দীর্ঘশ্বাস। এদিকে, করোনায় বিশ্বজুড়ে ৩ কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে বলে শঙ্কা বিশ্ব খাদ্য কর্মসূচির।
নিউইর্য়কে মানুষকে বাচাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। এ অবস্থায় সেবাকর্মীদের পাশে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু করেছেন শহরটির মেয়র।
যুক্তরাষ্ট্রজুড়ে এ যাবত ৩০ লাখের বেশি টেস্ট করা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৪৫ হাজার মানুষ। ৩০ এপ্রিলের পর ৩ ধাপে রাজ্যগুলো চালুর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ভাইরাসের উৎপত্তি নিয়ে চীনকে অবস্থান স্পষ্টের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
উহানে আরও প্রায় ১৩শ জনের প্রাণহানির তথ্য যুক্ত করে শহরটিতে প্রাণহানি নিয়ে হালনাগাদ তথ্য দিয়েছে চীন। বলা হচ্ছে, সেখানে মারা গেছেন ৩ হাজার ৮শ মানুষ।
বৈশ্বিক আক্রান্তের মধ্যে প্রায় ১০ লাখই ইউরোপে। দু:খজনক হলেও সত্য যে কোভিড নাইনটিন মহামারীর অর্ধেকই এখন ইউরোপে। আগামী সপ্তাহ এ অঞ্চলের পরিস্থিতি আরো নাজুক হবে।
এদিকে করোনায় বিশ্বজুড়ে ৩ কোটি মানুষ অনাহারে মৃত্যু বরণ করবে, এমন সতর্কতা দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। আর ডব্লিউএইচও সতর্ক করেছে, আসছে সপ্তাহে ইউরোপের পরিস্থিতি আরও খারাপ হবে।