করোনায় ব্রাজিলে ৫০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

ব্রাজিল রোববার জানিয়েছে, তাদের দেশে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ হাজার এবং আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে কোভিড-১৯ ভাইরাসে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশের নামের তালিকায় উঠে আসা ব্রাজিল ভাইরাসটি নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে। খবর এএফপি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আরো ৬৪১ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৫০ হাজার ৬১৭ জনে দাঁড়ালো।

এদিকে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ১০ লাখ ৮৫ হাজার ৩৮ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল হচ্ছে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ২২ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান