করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ভারতে আরও ৯৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৯৮ জনে।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ৭৮ হাজার ৭৬১ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় ভারতে মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৩ জনে।
শুক্রবার ভারতে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সর্বোচ্চ ছিল।
সম্প্রতি ভারতে গড়ে প্রায় প্রতিদিনই অন্তত এক হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেও, প্রতি ১০ লাখে মৃত্যুর হিসাবে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের তুলনায় ভারতের অবস্থান অনেকটা ভালো।
দেশটিতে করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ লাখের বেশি মানুষ।
এদিকে, সংক্রমণ বৃদ্ধি পেলেও ভারতে লকডাউন শিথিলকরণ প্রক্রিয়ার চতুর্থ ধাপের (আনলক ৪) আওতায় আগামী ৭ সেপ্টেম্বর থেকে মেট্রোরেল চালুর অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সামাজিক, একাডেমিক, খেলাধুলা, বিনোদন, সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাজনৈতিক কার্যাদিসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হয়েছে, যেখানে একসাথে সর্বোচ্চ জড়ো হতে পারবেন ১০০ জন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া