মেক্সিকোয় করোনা মহামারিতে শনিবার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ জন। মৃত্যুর সংখ্যায় ফ্রান্সকে ছাড়িয়ে মেক্সিকো বিশ্বে পঞ্চম অবস্থানে উঠে এসেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিপার্টমেন্ট অব ইপিডিমিওলোজি পরিচালক জোস লুইস এলোমিয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন,“ ল্যবরেটরি টেস্টে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৩০ হাজার ৩৬৬ জন মারা গেছে।”
করোনায় সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এরপরেই রয়েছে ব্রাজিল, ব্রিটেন ও ইতালি।
এলোমিয়া বলেন, মেক্সিকোতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৬ হাজার ৯১৪ জন আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন।
১২ কোটি ৭০ লাখ জনসংখ্যার লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গত বুধবার স্পেনকে ছাড়িয়েছে।